ঘাটাইলে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইলে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা বিষয়ে মুক্তিযোদ্ধা দলের আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাছেত করিম এর সভাপতিত্বে
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট ওবায়দুল হক নাসির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি সিরাজুল হক ছানা, রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা সাদত হোসেন, বীরমুক্তিযোদ্ধা হাবিবর রহমান, বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ। এসময় বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মো. বিল্লাল হোসেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, বেনিমাধব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শ্রমিকদলের আহবায়ক সুফি সিদ্দীকী, মুক্তিযোদ্ধা সন্তান ও উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সৌরভ, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সারোয়ার জাহান কলি, এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীরমুক্তিযোদ্ধাসহ মুক্তিযোদ্ধাদের বিভিন্ন অঙ্গসংগঠনের মুক্তিযোদ্ধা বৃন্দ।

প্রধান অতিথি হিসেবে বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট ওবায়দুল হক নাসির বলেন, দেশে আওয়ামী ফ্যাসিবাদ সরকার নিজ স্বার্থে অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানিয়েছে।তার এসব দুর্নীতি,দুঃশাসনের জন্য শেখ হাসিনা আজ দেশ ছেড়ে পালিছে।

সর্বশেষ নিউজ