টাঙ্গাইলের মির্জাপুরে আন্ত:জেলা ডাকাত চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান পরিচালনাকালে তাদের গ্রেফতার করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১সেপ্টেম্বর মির্জাপুর উপজেলার দেওহাটা বাজারের বিকাশ ব্যবসায়ী ও মামলার বাদী মিজানুর রহমানসহ আরিফ নামের একজনকে নিয়ে রাত আনুমানিক ৯টার দিকে বাড়ি ফিরছিল।
এসময় কুমারজানি পূর্ব পাড়া আমজাদের আলীর বাড়ির কাছে এলে সাদা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ- ১১-৯০৯৪)সহ ১০-১২জনের একটি ডাকাত দল তাদের গতিরোধ করে বলতে থাকে ,”তুই ইয়াবা ব্যবসা করিস”এমন কথা বলেই টেনে হিচঁড়ে গাড়িতে তুলে হ্যান্ডকাপ লাগিয়ে কাপড় দিয়ে মুখ বেঁধে ফেলে।
পরে মিজানুরের কাছে থাকা নগদ প্রায় ১লক্ষ ৭৬হাজার টাকা, ব্যবসায়ী কাজে ব্যবহৃত ৫ মোবাইলসহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করে ঘারিন্দা আন্ডারপ্রাস এলাকায় দুজনকে ফেলে যায়।
আহত মিজানুর রহমান স্থানীয়দের সহযোগিতায় মির্জাপুর থানায় অজ্ঞাত নামে একটি মামলা করলে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেনের নেতৃত্বে তথ্য-প্রযুক্তির সহায়তায় পুলিশের একটি চৌকস দল বৃহস্পতিবার রাতে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো, মির্জাপুর দেওহাটা আবুল মাস্টারের বাড়ির ভাড়াটিয়া সিরাজগঞ্জ জেলার পশ্চিম গজারিয়া থানার ইনছাব আলীর ছেলে সুমন মিয়া(৩২)অপরজন একই উপজেলার সোলাইমান মিয়ার ছেলে শরীফুল ইসলাম (৩০)।
আসামিদের গ্রেপ্তার শেষে ১০দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এবিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন,খুব দ্রুত সময়ে আসামি শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হই। তিনি আরও জানান,জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।