সখীপুর-গোড়াই সড়কে ট্রাক চাপায় নিহত ১

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ট্রাক চাপায় মজনু মিয়া(৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

২ অক্টোবর (বুধবার) রাত পৌনে আটটার দিকে সখীপুর-গোড়াই সড়কের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজনু মিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের প্রতিমা বংকী গ্রামের তুফান আলীর ছেলে। তিনি সখীপুর ডাচ বাংলা ব্যাংক এটিএম বুথের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

জানা যায়(বুধবার) রাত পৌনে আটটার দিকে মজনু মিয়া বাইসাইকেল নিয়ে সখীপুর তার কর্মস্থলে সখীপুরের দিকে আসছিলেন। এসময় সখীপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এলে অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সখীপুর থানার ওসি মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

সর্বশেষ নিউজ