টাঙ্গাইলের মির্জাপুরে বিনা মূল্যে পাওয়া আশ্রয়ণ প্রকল্পের ৪১৯টি ঘরের মধ্যে ১২০টিতেই কেউ না থাকায় তালা ঝুলছে। উপজেলার বানাইল ইউনিয়নের নরদানা গ্রামের আশ্রয়ণ প্রকল্পসহ অধিকাংশ আশ্রয় প্রকল্পেই এই দৃশ্য দেখা গেছে।
বিগত সরকার উপজেলার ভূমিহীন-গৃহহীন ৪১৯ ভবঘুরে অসহায় পরিবারকে দুই শতক জমিসহ ঘর দিয়েছিল। কিন্তু অনেকেই এই সুযোগ পাওয়ার পরও আশ্রয়ণ প্রকল্পে না থেকে অন্যত্র থাকছেন। অনুসন্ধানে জানা গেছে, উপজেলার ৫ নম্বর বানাইল ইউনিয়নের অধীনে নরদানা গ্রামে আশ্রয়ণের ২৯টি ঘর রয়েছে।
সরেজমিনে ঐ এলাকায় গিয়ে ২২ টি ঘরে তালা ঝুলতে দেখা গেছে। স্থানীয়রা জানান, বন্ধ ঘরগুলোতে শুরু থেকেই কেউ থাকে না। মাসে দুই-একবার অনেক ঘরে লোক দেখা যায়। কেউ আবার মাসে একবার এসে বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে যায়।
একটি ঘরের মালিকানা এসিল্যান্ড অফিসের মাধ্যমে পরিবর্তন করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, কেউ কেউ আশ্রয়ণের ঘর বিক্রি করে দেওয়ার পাঁয়তারাও করছেন। একই অবস্থা দেখা গেছে ১০ নম্বর গোড়াই ইউনিয়নের দেওহাটা আশ্রয়ণ প্রকল্পেও।
এখানে ২০/২২ টি ঘরে তালা ঝুলতে দেখা গেছে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, দুই-একটি আশ্রয়ণ প্রকল্পে বরাদ্দকৃত ঘরে লোকজন থাকে না বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তার মাধ্যমে বিষয়টি তদন্ত করা হচ্ছে। যদি কেউ ঘরে না থাকেন তবে বরাদ্দকৃত জমিসহ তার ঘর বাতিল করে অন্য হতদরিদ্রদের মধ্যে সেগুলো বরাদ্দ দেওয়া হবে।