সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালমা আক্তার(৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালিদাস পানাউল্লাহ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সালমা আক্তার ঐ গ্রামের আব্দুল করিম মিয়ার স্ত্রী।
জানা যায়, আজ বেলা ৫ টার দিকে ওই গৃহবধূ বাড়ির পাশে মাটিতে পড়ে থাকা একটি তার হাত দিয়ে ধরতে গেলে বিদ্যুতায়িত হন।
এসময় গুরুতর আহত অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার উপ-পরিদর্শক সুকান্ত রায় বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।