টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান শিপন(৩৮) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) উপজেলার কাহারতা গ্রামে (তার বোনের বাড়ি) এ ঘটনা ঘটে।
নিহত রায়হান উপজেলার পাহাড়কাঞ্চনপুর এলাকার মো: নূরু মিয়ার ছেলে।
নিহত রায়হান এবি ব্যাংকের সখীপুর উপশাখার সহকারী ম্যানেজারের দায়িত্বে ছিলেন।
জানা যায়, রায়হান গতকাল তার বোনের বাড়ি উপজেলার কাহারতা গ্রামে বেড়াতে আসে। আজ (২৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে পানির মোটর চালু করার সময় মোটরের সুইচ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে গুরুতর আহত হয়।
এসময় বাড়ির লোকজন তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, ‘ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’