মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাত চারটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- পটুয়াখালি জেলার সদর উপজেলার হরতকী বাড়িয়া হাসানুজ্জামান হাওলাদার (৫৫), গলাচিপা উপজেলার ডাকুয়া গ্রামের মৃধাবাড়ি এলাকার আল আমিন মৃধা (৪০), বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার খাসতবক গ্রামের আবুল কালাম আজাদ (৪৬) ও বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রগুনাথপুর গ্রামের রুবেল (৩৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা টাঙ্গাইলের এলেঙ্গা থেকে মাইক্রোবাসযোগে গাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ঢাকার দিকে যাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ মির্জাপুরের জামুর্কী এলাকায় চেকপোষ্ট বসিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, তাঁদের ৫ দিনের রিমান্ডের আবেদন করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ নিউজ