টাঙ্গাইলের সখীপুরে শওকত আলী (১৮) নামের এক তরুণকে অপহরণের চার দিন পর উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত দেড়টার দিকে গাজীপুরের মেট্রোপলিটন বাসন থানা এলাকা থেকে তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার করা ওই তরুণ বর্তমানে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
তবে পুলিশ এ অপহরণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এটা অপহরণের নাটক কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সখীপুর থানার এসআই আজিজুল হক।
জানা যায়, শওকত আলী উপজেলার শোলা প্রতিমা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গত মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল শহর থেকে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হয়। ওই দিন সন্ধ্যায় সখীপুর থানায় জিডি করেন তাঁর বাবা।