রবিবার বিকেল ৫টার দিকে সখীপুরের উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করে একই উপজেলার শিক্ষক প্রতিনিধি মুক্তি, নাজমুল তালুকদার, সায়মন হাসান জাহিদ ও ফেরদৌস আহমেদ শুভ প্রমুখ।
উপজেলার ইউএনও শিক্ষকদের বেতন বাড়ানোর দাবিকে পূর্ণ সমর্থন দিয়েছেন।
এর আগে গত শুক্রবার প্রেসক্লাবের সামনে বৃহৎ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। প্রায় আড়াই শতাধিক শিক্ষকদের উপস্থিতিতে এ মানববন্ধনে বক্তারা সমাজে শিক্ষকদের হীন অবস্থার চিত্র তুলে ধরেন। ১০ম গ্রেড বাস্তবায়ন চান।
এদিকে আজ দুপুর দেড়টার দিকে শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করতে যান ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় নেতারা। উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎকালে শিক্ষা সংস্কারে ১০ম গ্রেডের যথার্থতা তুলে ধরা হয়।
দেশজুড়ে ১০ম গ্রেড নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পাওয়ার দৃশ্য দেখা গেছে। এ নিয়ে শিক্ষকরা ব্যাক্তিগত ও স্কুল পর্যায়ে প্রতিবাদ জানাচ্ছেন। যা রীতিমত এখন ভাইরাল।
এ বিষয়ে জানতে চাইলে সখীপুরের সমন্বয়ক নাজমুল তালুকদার জানান, ফ্যাসিস্ট সরকার পতনের পর আমরা দাবি নিয়ে অন্যদের মতো রাস্তায় নামিনি। বৈষম্য বিরোধী সরকারকে বিব্রত করিনি। কিন্তু অর্থাভাবে এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে।
এসময় তিনি ১০ম গ্রেডের জোর দাবি তুলে জানান, “সরকার ৭ কর্মদিবস সময় নিয়েছে স্টকহোল্ডারদের সাথে কথা বলার জন্য। এই ৭ দিন পর শিক্ষকের আশার প্রতিফল না পেলে আমাদের কর্মবিরতি ছাড়া উপায় থাকবে না। কেন্দ্রের সাথে সমন্বয় করে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”