টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, বিকেলে দরুন এলাকায় একটি ট্রাক বিকল হলে সেটি মেরামতের জন্য ট্রাকের নিচে কাজ করছিলেন এক ব্যক্তি। এ সময় পেছন থেকে উত্তরবঙ্গগামী অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে উভয় ট্রাকের দুইজন ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের ভেতের আটকে থাকা অপর একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।