সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা হচ্ছে

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা ৬৫ করা হচ্ছে। আজ (বুধবার, ১৮ সেপ্টেম্বর) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে চিঠিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এবং অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণের লক্ষ্যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে।

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা অবিলম্বে ৩৫ বছর করার দাবিতে গত ৭ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেন চাকরিপ্রত্যাশী।

সর্বশেষ নিউজ