সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক শরিফা হক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সভা কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময়কালে নবাগত জেলা প্রশাসক শরীফা হক বলেন, ইতিহাস ঐতিহ্যের সাথে টাঙ্গাইলের অনেক সুনাম রয়েছে। আগামী দিনে সবাইকে সাথে নিয়ে সুন্দর টাঙ্গাইল গড়তে চাই।
আরও পড়ুন
টাঙ্গাইলে নির্মাণাধীন সড়কে ড্রেনেজ ব্যবস্থা রাখার দাবিতে মানববন্ধন
বীর নিবাস রক্ষায় ভাইয়ের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, যে কোনো দুর্নীতি, অসৎ আচরণের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। আপনারা সমালোচনা করবেন, সমালোচনা যাতে গঠনমূলক হয়।
এ সময় বক্তব্য রাখেন-টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, সহ-সভাপতি কাজী জাকেরুল মওলা, সাবেক সাধারণ সম্পাদক শামসাদুল আকতার শামীম প্রমুখ।
উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এম জহিরুল হায়াত’সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।