জুলাই-আগস্ট ২৪ এর শহীদদের স্মরণে সখীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি: জুলাই-আগস্ট ২৪ এর শহীদদের স্মরণে টাঙ্গাইলের সখীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

রবিবার(১৫ সেপ্টেম্বর) উপজেলার বহুরিয়া ইউনিয়নের ঐক্যবদ্ধ ছাত্রসমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।


ঐক্যবদ্ধ ছাত্রসমাজের আয়োজনে বহুরিয়া ইউনিয়নের কালমেঘা ইলিমজান উচ্চ বিদ্যালয়, কালমেঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদর্শ বিদ্যানিকেতন, করটিয়া পাড়া দাখিল মাদ্রাসা ও বহুরিয়া চতলবাইদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তানজিনা তাম্মিম হাপসা।
এসময় আরো উপস্থিত ছিলেন আল-আমিন ইসলাম জয়, সাদেক বাপ্পী, আশিক, সাইফুল, মনির প্রমুখ।

আয়োজক কমিটির সদস্যরা জানান, আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি পুরো সপ্তাহজুড়ে চলমান থাকবে। পর্যায়ক্রমে বহুরিয়া ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সর্বশেষ নিউজ