সখীপুরে “দানবীর” শেখ হায়েত আলী সরকারের ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত

সখীপুর থানা গঠনের অন্যতম সংগঠক, সখীপুরের সদরে প্রথম উপ-স্বাস্থ্য কেন্দ্রের জমিদাতা, সখীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সখীপুর পি.এম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা ও জমিদাতা “দানবীর শেখ হায়েত আলী সরকার” এর- ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

আজ ১৫ সেপ্টেম্বর (রবিবার) এ উপলক্ষে কবর জিয়ারত, পুষ্পার্ঘ অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এর আগে সকালে কবর জিয়ারতে অংশ নেন সখীপুর পি.এম. পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক এমদাদুল হক, সাবেক সিনিয়র শিক্ষক ফজলুল হক সহ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, হতেয়া ডিগ্রি কলেজ এর সাবেক অধ্যক্ষ জনাব বেলায়েত হোসেন, সাবেক সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাক বিএসসি, সরকারী মুজিব অনার্স কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক দেলোয়ার শিকদার, প্রয়াত শেখ হায়েত আলী সরকার স্মৃতি ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক, দৈনিক সমকালের সখীপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক এনামুল হক এবং পরিবারের পক্ষে মরহুমের জ্যেষ্ঠ পুত্র আব্দুল বারেক মিয়া এবং দানবীর প্রয়াত শেখ হায়েত আলী সরকার স্মৃতি ফাউন্ডেশন এর সভাপতি ও মরহুমের কনিষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব , নাতি শেখ মেনন, শেখ জাহাঙ্গীর ও নাতি শিক্ষানবিশ আইনজীবী শেখ হাসনাত ‘সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।



এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন স্তরের আরও অনেকেই উপস্থিত ছিলেন।

সর্বশেষ নিউজ