টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় মওলানা আবুল হোসেন (৫৫) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার আল-ইহসান জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি উপজেলার শহীদ আব্দুর রকিব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। তার বাড়ি উপজেলার প্রতিমা বংকী গ্রামে।
পারিবারিক সূত্রে জানা যায়, বাইসাকেল নিয়ে বুধবার সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে উপজেলার শোলাপ্রতিমা এলাকায় অটোভ্যানের সাথে ধাক্কা খেয়ে গুরুতর অহত হয়।
পরে স্থানীয়রা তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থা গুরুতর দেখে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তারপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিউরিসাইন্স হাসপাতালে পাঠান।
অবস্থার অবনতি দেখে ঢাকা থেকে সখীপুর আল-ইহসান হাসপাতালে ফেরত নিয়ে আসেন। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবার, তার স্কুলের শিক্ষক- শিক্ষার্থী ও এলাকাবাসী শোকাহত।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।