বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেকমন্ত্রী এবং বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর বড় ভাই এডভোকেট আব্দুস সালাম পিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপি ও সালাম পিন্টু মুক্তি পরিষদের উদ্যোগে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্ত্বরে এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, যুবদলের সাবেক আহবায়ক শামীম আল মামুন মুকুল, ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ আমিনুর ইসলাম, যুগ্ম আহবায়ক শরীফ মোল্লা, আরিফ ইসলাম, এলেঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব রকিব মোল্লা প্রমুখ।
এসময় বক্তারা দ্রুত এডভোকেট আব্দুস সালাম পিন্টুর নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেওয়া হয়।
প্রসঙ্গত, আব্দুস সালাম পিন্টু ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১ সালে উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্টের গ্রেনেট হামলার মামলায় গ্রেফতার হয়। সেই থেকেই তিনি কারাগারে রয়েছেন।