![](https://tangailnews24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
![](https://tangailnews24.com/wp-content/uploads/2024/09/seal-27376a32b20f4aa391f29f8e185c9e8c9138085898125937569.jpg)
রাজধানীর ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সায়েন্স ল্যাবরেটরিসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে শিক্ষার্থী ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে গিয়ে ভাঙচুর চালায়। এ ঘটনায় সায়েন্সল্যাব মোড়ে আইডিয়াল কলেজের কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হন। এতে সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন উদ্দিন বলেন, “আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। কী কারণে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে তা আমরা জানার চেষ্টা করছি।”