টাঙ্গাইলে বড় ম‌নি‌রের বাসায় যৌথ বা‌হিনীর অভিযান

টাঙ্গাইলের সা‌বেক প্রভাবশালী সংসদ সদস‌্য তানভীর হাসান ওরফে ছোট মনির ও তার বড় ভাই আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের বাসায় অভি‌যান চা‌লি‌য়ে‌ছে যৌথ বা‌হিনী।

‌সোমবার (৯ সে‌প্টেম্বর) সকা‌লে টাঙ্গাইল শহ‌রের পূর্ব  আদালত পাড়া এলাকার বাসায় অবৈধ অস্ত্র উদ্ধারে এ অভিযান চালা‌নো হয়।

অভিযা‌নে বাসার তিন তলা থে‌কে রাইফেলের এক‌টি প্লাস্টিকের বাক্স, এক‌টি অতিরিক্ত ম্যাগাজিন, ক্লিনিং কিট, ম্যাগাজিন লোড করার ক্লিপ ম্যাগাজিন কভার ও শটগানের এক‌টি খালি কভার উদ্ধার করা হয়।

এ সময় উপ‌স্থি‌ত ছি‌লেন সেনাবা‌হিনীর ক্যাপ্টেন গোলাম মোস্তানজিদ শাওন, জেলা প্রশাস‌কের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসানসহ পুলিশের সদস‌্যরা।

এর আগে গত ৬ সে‌প্টেম্বর ‘ছাত্র-জনতার ওপর গুলি, অস্ত্র জমা দেন‌নি স‌া‌বেক এম‌পির ভাই বড় ম‌নির’ শি‌রোনা‌মে ঢাকা‌ পো‌স্টে সংবাদ প্রকা‌শিত হ‌য়।

নাম প্রকা‌শে অনিচ্ছুক পু‌লি‌শের এক কর্মকর্তা ব‌লেন, আজ সকাল ৯টার পর সা‌বেক এম‌পি ছোট ম‌নি‌রের বাসায় যৌথবা‌হিনী অভিযান চালায়। বাসার তিন তলায় ফ্লো‌রে প‌ড়ে থাকা রাইফেলের এক‌টি প্লাস্টিকের বাক্স, ম‌্যাগ‌াজিনসহ কিছু জি‌নিসপত্র পাওয়া যায়। সেগু‌লো জব্দ করা হ‌য়েছে।

অভিযা‌নে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাস‌কের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান অভিযা‌নের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, যে‌হেতু যৌথ বা‌হিনীর অভিযান ছিল সে‌হেতু সেনাবা‌হিনীর প‌ক্ষ থে‌কে বিবৃ‌তি পাওয়া যা‌বে।

এ বিষ‌য়ে জান‌তে চাইলে জেলার অতি‌রিক্ত পু‌লিশ সুপার (ক্রাইম) মো. শরফু‌দ্দিন অভিযা‌নের বিষয়‌টি জা‌নেন না বলে জানান।

সর্বশেষ নিউজ