ঘাটাইলে একদিনে তিনজনের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ঘাটাইলে পৃথক স্থান থেকে তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বানিয়াপাড়া, কাশতলা ভিটিবাড়ি এবং উপজেলা পৌর এলাকা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।এর মধ্যে দু্ই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, কাশতালা গ্রামের সাজ্জাদ হোসেন ইমন এবং চান্দশী গ্রামের জুলহাস উদ্দিন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া এলাকায় রাস্তার পাশে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় কাটাছেঁড়ার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় গাড়ীর ধাক্কায় তার মৃত্যু হয়েছে।


এদিকে কাশতলা ভিটিবাড়ি এলাকার একটি পুকুরের কচুরিপানার নীচ থেকে সাজ্জাদ হোসেন ইমন নামের এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে দুপুর একটার দিকে উপজেলা সদরের সাবেক এক সেনা সদস্যের বাসায় সেপটিট্যাংক পরিষ্কার করার সময় জুলহাস উদ্দিন নামের এক শ্রমিকের মৃত্যু হয়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল খান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ নিউজ