টাঙ্গাইলে কলেজছাত্র হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত কলেজছাত্র হত্যা মামলায় সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার রাতে মির্জাপুর থানার পাশ থেকে পুলিশ উপজেলার মহেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বাদশা মিয়াকে গ্রেপ্তার করে।

শনিবার দুপুরে রিমান্ডের আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন জানান।

বাদশা মিয়া মহেড়া ইউনিয়নের ডোকলাহাটী গ্রামের হাকিম মিয়ার ছেলে এবং ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।

মামলার বরাতে পুলিশ জানায়, ৪ অগাস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের সোহাগপাড়া এলাকায় গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন কলেজছাত্র ইমন (১৮)। তিনি বেশ কয়েকদিন চিকিৎসাধীন থেকে মারা যান।

নিহতের ভাই সুমন ২২ অগাস্ট ১৫৭ জনের নাম উল্লেখ করে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি রেখে হত্যা মামলা করেন। মামলায় ১০০ নম্বর আসামি বাদশা মিয়ানিহত ইমন গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নলিন মণ্ডল বাড়ি এলাকার জুলহাস মিয়ার ছেলে। তিনি অলোয়া মনিরুজ্জামান খান বিএম কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পাস করে হেমনগর ডিগ্রি কলেজে ভর্তি হয়েছিলেন।

এ মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ছাড়াও জেলার সাবেক সাত সংসদ সদস্যকে আসামি করা হয়েছে। আসামি হয়েছেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মির্জাপুরের পাঁচজন ইউপি চেয়ারম্যান।

সর্বশেষ নিউজ