বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) থেকে ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদকে নিবন্ধন দেওয়ায় টাঙ্গাইলের সখিপুরে আনন্দ মিছিল করেছে উপজেলা শাখা গণঅধিকার পরিষদ।
গতকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) সখীপুর পিচের মাথা গণঅধিকার পরিষদ কার্যালয়ের সামনে থেকে তালতলা চত্বর পর্যন্ত আনন্দ মিছিল করা হয়।
আনন্দ মিছিলে ছাত্র অধিকার পরিষদের টাঙ্গাইল কমিটির অর্থ সম্পাদক ও সখীপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক আল আমিন হোসাইন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক বাপ্পি, সখিপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক,
প্রতিষ্ঠাতা যুগ্ম সদস্য সচিব খায়রুল ইসলাম শুভ,রুহুল আমিন, সাধারণ সম্পাদক আদনান আদি, দপ্তর সম্পাদক শাহেদ আল শাফিসহ উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।