সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে কাঁচা রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলার কচুয়া-নিশ্চিন্তপুর সড়কের নিশ্চিন্তপুর বাজারের কাছে অন্তত ৪০০ মিটার কাঁচা সড়কে চরম দুর্ভোগের সৃষ্টি হয়।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায় শনিবার(৭ সেপ্টেম্বর) কচুয়া-নিশ্চিন্তপুর সড়কে অন্তত অর্ধ-শতাধিক মানুষ স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের কাজ করছেন।
এসময় ১নং ওয়ার্ড(নিশ্চিন্তপুর) বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, সহ-সভাপতি মোস্তফা কামাল, যুবদলের সাধারণ সম্পাদক ফারুক আল ফরহাদ, জিয়া স্মৃতি সংসদের সভাপতি জসীম আল মামুন, সহ-সভাপতি নাসির উদ্দিন সম্পাদক রুবেল সিকদার, সাংগঠনিক সম্পাদক লিটন, সোহেল রানা, সাইফুল ইসলাম, মোস্তফা, শাহীনুর, আব্দুল মজিদ, হামিদ, মাফিজুল, জসীম উদ্দিন, জুলহাস, নইম উদ্দিন, মামুন,সহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহিরুল ইসলাম জানান, শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে এলাকার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আমরা এই কাঁচা রাস্তার সংস্কার কাজ শুরু করেছি। প্রাথমিকভাবে রাস্তায় কাউচি ফেলে চলাচল উপযোগী করা হচ্ছে। এলাকার অটোভ্যান ও ইজিবাইক চালকরাও স্বেচ্ছায় আমাদের কাজে এগিয়ে এসেছে। আমাদের এই রাস্তার জনদুর্ভোগ যাতে খুব শীঘ্রই শেষ হয় এজন্য আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।