সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং TRP তে লিথুনিয়ায় উচ্চ শিক্ষার ডাক পেলেন ভালুকার ‘রনি’

টাঙ্গাইলের সখীপুর উপজেলার একটি বিদ্যাপীঠ সখীপুর পি. এম. পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজের ২০১৭ ব্যাচের ছাত্র রাকিবুল হাসান রনিক এবার ডাক পেলেন ইউরোপের সেনজেন দেশ লিথুয়ানিয়ার নম্বর ওয়ান ইউনিভার্সিটি – Vilnius University থেকে।  তার মেধা ও যোগ্যতার ভিত্তিতে সেই দেশ হতেই তিনি রেসিডেন্ট পারমিট (TRP) পেয়েছেন।

 তিনি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাস পেয়ে ২০২২ সালে ডিপ্লোমা সম্পন্ন করেছেন। এখন উচ্চশিক্ষার জন্য পারি জমাবে সুদূর লিথুনিয়ায়। 

টাঙ্গাইল নিউজ এর একজন কর্মীকে জানান যে,  মেধাবী রনি ২০১৭ সাল থেকেই বিভিন্ন অনলাইন ভিত্তিক ডিজিটাল আইটি সার্ভিসের সাথে যুক্ত আছেন তিনি। LifeX Technology নামক একটি প্রতিষ্ঠান এর সাথে যুক্ত হয়েও দেশসহ বিদেশেও আইটি সহায়তা দিয়েছেন তিনি। 

তিনি আরও বলেন – উচ্চশিক্ষা শেষে দেশের জন্য ভালো কিছু করতে চান তিনি যা দেশের হাজার হাজার বেকার শিক্ষার্থীদের কর্মসংস্থানের ভূমিকা রাখবে।

সর্বশেষ নিউজ