

রাজধানীর হাতিরঝিল লেকে ডুবে থাকা অবস্থায় রাহানুমা সারাহ (৩২) নামে এক নারীকে উদ্ধার করা হয়েছে।
তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভিতে (জিটিভি) নিউজরুম এডিটর হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
বুধবার (২৮ আগস্ট) দিবাগত রাত পৌনে দুইটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।