প্রবল বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে বাংলাদেশের ১২টি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে ফেনী আর খাগড়াছড়ির অবস্থা খুবই খারাপ। সরকারি হিসাবে, মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৮। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫১ লাখ মানুষ।
এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে মন কাঁদছে পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের।চলতি রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিন শেষে রিজওয়ান এক্সে লিখেছেন, ‘বাংলাদেশের মানুষের জন্য আমার প্রার্থনা, তারা যেন এই বিধ্বংসী বন্যা মোকাবেলা করতে পারে।
এই কঠিন সময়ে আমাদের ভাই ও বোনদের পাশে দাঁড়ানোর জন্য তাদের পছন্দের প্রতিষ্ঠানে উদারভাবে অনুদান দেওয়ার জন্য অনুরোধ করছি।’পোস্টের শেষে রিজওয়ান বাংলায় লিখেছেন, ‘আমরা আপনাদের পাশে আছি।’
সেইসঙ্গে পোস্টে বাংলাদেশের বন্যার একটি ছবিও যুক্ত করেছেন রিজওয়ান। ভয়াবহ এই বন্যায় পাকিস্তান সফরে থাকা অনেক বাংলাদেশি ক্রিকেটাররাও সহমর্মিতা জানিয়েছেন। দূর থেকেই তারা বিভিন্নভাবে বন্যার্তদের সহায়তা করার চেষ্টা করে যাচ্ছেন