
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার শাখা লৌহজং নদীতে গোসলে নেমে নিখোঁজের ১৮ ঘণ্টা পর মোক্তাদির (৯) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২৪ আগস্ট) সকালে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। শুক্রবার বিকাল ৩টার দিকে শিশুটি নিখোঁজ হয়।মোক্তাদির ভূঞাপুর পৌর এলাকার তেঘুরি গ্রামের আবদুল মালেকের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার (২৩ আগস্ট) বিকেল ৩টার দিকে বাড়ির পাশে লৌংজং নদীতে গোসলে নামে মোক্তাদির। সাঁতার না জানায় পানিতে ডুবে যায় সে। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। বিষয়টি টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে জানালে শনিবার সকালে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদী থেকে মোক্তাদিরের মরদেহ উদ্ধার করে।টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূঞা বলেন, শুক্রবার বিকেলে ভূঞাপুর উপজেলার তেঘুরি গ্রামে লৌহজং নদীতে গোসলে নেমে এক শিশু নিখোঁজ হয়। পরে শনিবার সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।