ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগামী কয়েক মাসের মধ্যে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে”–সখীপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান।
সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেন, ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে দেখবেন দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। এখন থেকে কোনো টাকা পাচার হবে না। চুরি হবে না। ব্যাংক লুট হবে না। দখলবাজি হবে না।
বিএনপি কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বিএনপির নাম করে কেউ যদি চাঁদাবাজি ও দখলবাজি করতে চায় তাকেও প্রশাসনের হাতে তুলে দিবেন। তিনি আরো বলেন, মানুষ বাজারে গেলে অস্থির হয়ে যেত। ১০ টাকার জিনিস ৫০–১০০ টাকায় কিনতে হত। কারণ রাস্তায় রাস্তায় চাঁদাবাজি চলতো। বাজার নিয়ন্ত্রণে চলে আসবে।
সব জিনিস সবার ক্রয়ক্ষমতার ভেতরে চলে আসবে। কারণ কৃষকরা সরাসরি ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে পারবে। মাঝে কোনো চাঁদাবাজি চলবে না। ইতোমধ্যে বাজারে পণ্যের দাম কমতে শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন। এডভোকেট আহমেদ আযম খান বলেন, ইতোমধ্যে নির্যাতন বন্ধ হয়ে গেছে। খুনি হাসিনার আয়নাঘর থেকে একে একে বন্দিরা বেরিয়ে আসতে শুরু করেছে।
এ সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের জন্য দোয়া ও আহতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আজ শনিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়া ও আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর সভাপতিত্বে, সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সভাপতি খুরশিদ আলম মাস্টার, আলহাজ আমজাদ হোসেন, উপজেলা বিএনপির সা.সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাছেদ মাস্টার,
পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন, সা.সম্পাদক আবুল হাশেম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।