সখীপুর উপজেলার কচুয়া (দাপনাজোড় পাড়া) গ্রামের মৃত নওজোশ আলী শিকদারের স্ত্রী লাল খাতুন (৭৪) গতকাল রবিবার সকাল দশটার পর বাড়ি থেকে নিখোঁজ হয়েছে।
কাউকে কিছু বলে ওই বৃদ্ধা নিখোঁজ হয়েছে বলে তার পরিবার জানিয়েছে। সম্ভাব্য সকল জায়গায় অনেক খােজাখুজি করে না পেয়ে নিখোঁজের ব্যাপারে বৃদ্ধার পরিবারের পক্ষে গতকাল রাতে সখীপুর গান একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সন্ধানদাতা বৃদ্ধার ছেলে হাজী লুৎফর রহমানের (আবু) ০১৮৩৩৫৬৪৯৪০ নম্বরে যােগাযােগ করার জন্য অনুরোধ করেছেন।