স্প্যানিশ সুপার কাপের শিরোপা হারানোর পর এবার আরও একটি টুর্নামেন্টের শুরুতেই বিদায় ঘটে গেল রিয়াল মাদ্রিদের। কোপা ডেল রের রাউন্ড অব ৩২ থেকেই রিয়ালকে বিদায় করে দিল তৃতীয় বিভাগের দল অ্যালকোয়ানো।
গতরাতে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে অ্যালকোয়ানো। এই হার জিদানকে যেন বরখাস্তের দিকেই টেনে নিয়ে গেল।অবশ্য ম্যাচটা ছিল অন্যরকম। একের পর এক আক্রমনের বন্যায় ভেসে যাওয়ার উপক্রম ছিল অ্যালকোয়ানোর। মোট ২৬টি শট নিয়েছে রিয়াল যেখানে ১১টি ছিল লক্ষ্যে। পক্ষান্তরে মাত্র তিনটি শট নিয়েই বাজিমাত করে অ্যালকোয়ানো।ম্যাচের ৪৫ মিনিটে মিলিটাওর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ।
কিন্তু ৮০ মিনিটে সমতায় ফেরে তৃতীয় বিভাগের দলটি। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ১১০ মিনিটের মাথায় ১০ জনের দলে পরিণত হয় অ্যালকোয়ানো।কিন্তু একজনকে হারানোর পরই জয়সূচক গোলটিও পেয়ে যায় অ্যালকোয়ানো। ম্যাচের ১১৫ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি পেয়ে যায় তারা। এরপর বাকিটা সময়ে রিয়াল মাদ্রিদ আর গোল না পেলে বিদায় নিতে হয় তাদের।