‘আজ থেকে সুমাইয়ার কোন ক্লাস মিস হবে না’
স্মার্ট ফোন না থাকায় ক্লাসে অংশগ্রহণ করতে না পারা সুমাইয়া’কে এন্ড্রয়েড ফোন উপহারের মাধ্যমে চমক দিলেন টাঙ্গাইল-২(গোপালপুর-ভূয়াপুর) আসনের এমপি ছোট মনির।
গোপালপুর উপজেলার বড়শিলা গ্রামের অত্যন্ত মেধাবী ছাত্রী সুমাইয়া। জেএসসি’তে জিপিএ-৫ এবং এসএসসি’তে জিপিএ-৪.৩৯ পাওয়া এই মেয়েটি কিছুদিন আগে ভূঞাপুরে ‘ইবরাহীম খাঁ সরকারি কলেজ’ এর বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে। করোনা পরিস্থিতির কারণে অনলাইনে ক্লাস সিস্টেম চালু হওয়ায় দরিদ্র পরিবারের এই মেয়েটি এন্ড্রয়েড ফোনের অভাববোধ করে এবং বিপদে পড়ে যায়।
সুমাইয়া তার মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের কাছ থেকে এমপি মহোদয়ের ফোন নম্বর সংগ্রহ করেন এবং ফোন করে তার সমস্যার কথা বলেন। আর ঠিক পরের দিনই চমক।
সুমাইয়া অত্যন্ত খুশি হয়ে এমপি মহোদয়কে ধন্যবাদ জানায় এবং মোবাইলটির সদ্ব্যবহার করার প্রতিশ্রুতি দেয়।