টাঙ্গাইলের সখীপুরে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় মডার্ন ডক্টরস হাসপাতালে ভাংচুর চালিয়েছে রোগীর স্বজনরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার সময় টাঙ্গাইল সখিপুরের মডার্ন ডক্টরস হাসপাতালে রুনা লায়লা নামে এক প্রসূতি রোগী নিয়ে আসেন স্বজনরা।
দুপুর ২ টার সময় ব্যথা উঠলে ওটিতে অপারেশনের জন্য প্রস্তুত করে ডা. আনোয়ার হোসেন। অপারেশন চলাকালীন সময়ে রোগী মারা যায়। মৃত্যুর খবরে রোগীর স্বজনরা হাসপাতাল ঘেরাও করে ভাংচুর চালায়।
এ বিষয়ে ডা. আনোয়ার হোসেন জানান, রোগী ওটিতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
তবে রোগীর স্বজনদের দাবি, এটি একটি হত্যা, অভিযুক্ত ডাক্তারের বিচার চাই। এভাবে যেন আর কোন মানুষ মারা না যায়।
(সাম্প্রতিক দেশকাল)