বৃহস্পতিবার(২৬নবেম্বর) বিকালে পৌর ১নং ও ২নং ওয়ার্ডবাসী কাহারতা হাইস্কুল মাঠে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত মতবিনিমিয় সভায় আলহাজ্ব মাওলানা আ.রশিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগ সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ শওকত সিকদার,কালিয়া ইউপি সাবেক চেয়ারম্যান জামাল হোসেন,উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক আলহাজ জাহাঙ্গীর তারেক,দুলাল হোসেন,শাহাদৎ শাহজাহান,
একলাছ হায়াৎ সরোয়ার,শফিকুল ইসলাম শফিিআ.কুদ্দুস শাওন,পারুল মাহমুদ,হাসিনা আক্তার,শাহরিয়ার স্বপ্না,রুবেল মিয়া,গোলাম মোস্তফা,দেলোয়ার হোসেন,সেলিম সিকদার,হাকিম সিকদার,আমিনুল ইসলাম প্রমুখ।
পরে জাহাঙ্গীর তারেক এর মেয়র হিসাবে আ.লীগের মনোনয়ন পাওয়া ও বিজয়ী করার জন্য বিশেষ মোনাজাত শেষে খিুচুড়ি বিতরন করা হয়। জাহাঙ্গীর তারেক তার বক্তব্যে আবেগে আপ্লুত হয়ে উপস্থিত সকলের নিকট ছেলে,ভাই,বন্ধু,সহপাঠী হিসাবে ক্ষমা চেয়ে দোয়া ও মেয়র হিসাবে ভোট প্রার্থনা করেন।
(জনতার কন্ঠ)