দায়িত্বে অবহেলার অভিযোগে কোতোয়ালি থানার ওসি তদন্ত সৌমেন মিত্র ও এসআই আব্দুল বাতেন ভুইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার বিকেলে তাদের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এবিএম আশরাফ উল্লাহ তাহের।
তিনি জানান, রায়হান হত্যার পর পুলিশ সদর দপ্তরের তদন্ত দলের প্রতিবেদনের ভিত্তিতে তাদের বরখাস্ত করা হয়েছে। গত ১৮ নভেম্বর ওসি সৌমেন মিত্রকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। আর বাতেনকে সিলেট পুলিশ লাইন্সে।
গত ১১ অক্টোবর ভোরে নগরীর আখালিয়ার এলাকার বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে নির্যাতন করা হয়। পরে ওসমানি মেডিকেলে নেয়ার পর তার মৃত্যু হয়।
পরদিন নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নী বাদি হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
এ ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে প্রধান অভিযুক্ত এসআই আকবরসহ চার পুলিশ সদস্যকে। এছাড়া রায়হানকে ছিনতাইকারী হিসেবে অভিযোগকারী শেখ সাইদুর রহমানকেও এ মামলায় গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে পিবিআই।