প্রথমবারের মতো সখীপুর বঙ্গবন্ধু ফুটবল লীগ ২০২০ টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে যোগীরকোফা ব্রাইট স্টার ক্লাব।
সখীপুর উপজেলা পরিষদের আয়োজনে ফাইনাল ম্যাচটি আগামী ২৩-১১-২০২০ রোজ সোমবার বিকেল ৩ ঘটিকায় সৃষ্টিসংঘ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ফাইনালে যোগীরকোফা ব্রাইট স্টার ক্লাবের প্রতিপক্ষ শামীম স্মৃতি সংঘ ফুটবল একাদশ(সানবান্দা)
এদিকে প্রথমবারের মত ফাইনালে উঠে যোগীরকোফা ব্রাইট স্টার ক্লাব শিরোপা জয়ের জন্য মরিয়া হয়ে আছে।
যোগীরকোফা ব্রাইট স্টার ক্লাবের কর্ণধার,জনি ও মোস্তফা জানান, আমরা ক্রীড়া নৈপুণ্যে বিজয়ের হাসি হাসতে চাই।
অন্যদিকে শামীম স্মৃতি সংঘ (সানবান্দা)তারাও যথেষ্ট শক্তিশালী দল। তারাও জয়ের জন্য মাঠে নামবে।
সবমিলিয়ে একটা জমজমাট ফাইনাল দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমিরা।