টাঙ্গাইলের সখীপুরে আবারো গরু চুরির ঘটনা ঘটেছে।
গতরাতে উপজেলার আড়াইপাড়া গ্রামের লালমিয়ার বাড়ী থেকে ৩ টি গরু চুরি হয়।
এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ করেননি গরুর মালিক।
গরুর মালিক মোঃ লাল মিয়া জানান কিছুদিন গাভীর দুইটি শিং কেটে দেওয়া হয়েছে।
তিনিব অনুরোধ জানান গরু গুলো যদি কেউ কোথাও দেখেন তাহলে নিচে দেওয়া নাম্বারে যেন যোগাযোগ করেন। মোবাইলঃ 01816534374 =/=+971523370642 অথবা ইমু = +971553211343
এসিকে সখীপুরে প্রতি সপ্তাহেই গরু চুরির ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত সখীপুর থানা পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
ব্যাপকহারে গরু চুরির বিষয়টি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও জনপ্রতিনিধিরা অবগত থাকার পরও সাধারণ মানুষ এর থেকে প্রতিকার পাচ্ছেনা।
এতে উপজেলার বহু কৃষক হালের বলদসহ গাভী চুরির ঘটনায় নিঃস্ব হয়ে গেছে।