কথায় আছে চোর না শুনে ধর্মের কাহিনী। আসলেই চোরের কোনো ধর্ম নেই।
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ধোপার চালা অনিল চন্দ্র কোচ এর মেয়ের জামাই মনিন্দ্র কোচের একমাত্র সম্বল অটোভ্যানটি গত ২ দিন আগে চুরি হয়ে গেছে।
গত ১১ নভেম্বর সকালে ঘুম থেকে উঠেই দেখতে পান তার অটোভ্যানটি ঘরে নেই শুধু ভাংগা তালা পড়ে আছে। গত২দিন বিভিন্ন জায়গায় খোজাখোজি করেও কোনো হদিস পাননি তারা।
মনিন্দ্র কোচের দুই ছেলে নিয়ে অভাব অনটনের সংসার।নুন আনতে পানতা ফুরায়,পানতা আনতে নুন ফুরায় এরকম অবস্থা ।তার পায়ের সমস্যা থাকায় ভারি কাজ করতে পারেননা।
ভ্যানটি স্থানীয় এনজিও বুরো বাংলাদেশ সখিপুর শাখা এবং গ্রামীণ ব্যাংক গড়বাড়ী শাখা থেকে ৪০০০০/=ঋণ নিয়ে ভ্যানটি ক্রয় করেন।
একমাত্র সম্বল অটো ভ্যানটি চুরি হওয়ায় মনিন্দ্র কোচ এখন দিশেহারা। ছেলেদের পড়ালেখা খরচ,সাপ্তাহিক কিস্তি টানতে তার এখন করুণ অবস্থা।
তবে এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি।
এমতাবস্থায় মনিন্দ্র কোচ সকলের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন। যাতে করে সে তার আগের জিবনে ফিরে আসতে পারে।
মোবাইল ঃ০১৮৭৬১৩৯৬০১
ছবিঃ মনিন্দ্র কোচ অটোভ্যান ঠেলছেন।
(লেখা ও ছবিঃ জোবায়ের সিকদার)