সখীপুরে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীনদের জন্য ৪৯টি গৃহনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার যাদবপুর ইউনিয়নের নলুয়া গ্রামে দু’টি গৃহনির্মাণ কাজ শুরুর মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহনির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা, ওসি (তদন্ত) লুৎফুল করীর, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ৪৫টি গৃহ সরকারিভাবে নির্মাণ করে দেওয়া হবে। এছাড়াও সাংসদ জোয়াহেরুল ইসলাম ব্যক্তি উদ্যোগে ২টি, উপজেলা চেয়ারম্যান ১টি এবং উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা প্রশাসন ১টি গৃহ নির্মাণ করে দেবেন।