আবারো মাঠে ফিরছে লাল সবুজের ফুটবল।
হ্যা। বিশ্বকাপ বাছাইপর্বে নেপালের বিপক্ষে আজকে বিকাল ৫টায় মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল।
বাংলাদেশ থেকে ম্যাচটি দেখা যাবে বিটিভি ও টি-স্পোর্টস এর পর্দায়।
অনেক আশা নিয়ে প্রাথমিক দলে ডাক পেয়ে অনুশীলন করলেও আজকের ম্যাচের চুড়ান্ত স্কোয়াডে নেই তারিক কাজী।
স্কোয়াডে নেই দলের মূল গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাও।
তারপরেই একটাই সুখ দীর্ঘদিন পর মাঠে আবারো ফুটবল।
আজকের দিনটাও তাই হবে ফুটবলময় দিনশেষে জয়ের হাসিটাও বাংলাদেশের ছেলেদেরই হবে এমন প্রত্যাশাই করেন কোটি বাঙালি।
(সাখাওয়াত হোসাইন জিকু)