টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধুসেতু পূর্বপাড় গোল চত্তর এলাকায় মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-১২)।
র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ (টাঙ্গাইল) কোম্পানীর কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রওশন আলীর নেতৃত্বে একদল র্যাব সদস্য বঙ্গবন্ধুসেতুর পূর্বপাড় গোল চত্বর (কালিহাতী উপজেলা) এলাকায় অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকারে থাকা তিন ব্যক্তি কৌশলে গাড়ি থেকে নেমে দৌঁড়ে পাশের জঙ্গলে পালিয়ে যায়।
এ সময় প্রাইভেটকার থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে প্রাইভেটকারটিও জব্দ করা হয়। পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
(ঘাটাইল ডটকম)