কুষ্টিয়ার বিত্তিপাড়ায় ট্রাকের ধাক্কায় অ্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ইবি থানার লক্ষ্মীপুর বিত্তিপাড়ার ১১ মাইল ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলহাস কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী আম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হন। আহত হন আরো দুজন। নিহতদের মধ্যে চার জন পুরুষ ও এক জন নারী রয়েছেন।
আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের সবার বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় বলে ধারণা করা হচ্ছে।
বিস্তারিত আসছে . . .