সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যার মূল আসামি শনাক্ত হয়েছে, শিগগিরি তাকে গ্রেপ্তার করা হবে। একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
টাঙ্গাইল সার্কিট হাউজে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ করে কেউ পাড় পাবে না। পুলিশ জনগণের আস্থা অর্জন করেছে। যেকোনো জাতীয় দুর্যোগে পুলিশ সামনে থেকে কাজ করেছে। পুলিশের কেউ অন্যায় করলেও আইনের আওতায় শাস্তি দেয়া হয়েছে। নৈরাজ্য করে কেউ ছাড় পাবে না।
পুলিশের আধুনিকায়নের জন্য যা যা দরকার তা করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এর আগে মন্ত্রী সেখানে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। টাঙ্গাইলের ঘাটাইলে নির্ধারিত অনুষ্ঠানে যাওয়ার আগে তিনি সার্কিট হাউজে অবস্থান করেন।
এসময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, তানভীর হাসান ছোট মনির, হাসান ইমাম খান সোহেল হাজারী, আতাউর রহমান খান, জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।