সাইফুল ইসলাম, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে ৪৫ টি দূর্গাপূজায় নগদ অর্থ প্রদান ও চাল বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সাংসদ ছোট মনির।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন, পৌর মেয়র রকিবুল হক ছানা প্রমুখ।