বুধবার ভোরে ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বের লাতিন আমেরিকা অঞ্চলের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয় ব্রাজিল বনাম পেরু। নেইমারের হ্যাট্রিকের সুবাদে ব্রাজিল পেরুর সাথে ৪-২ গোলে জয়ী হয়।
খেলার শুরুতেই ৪ মিনিটের সময় পেরুর মধ্যমাঠের খেলোয়াড় ক্যারিল্লোর দূরপাল্লার শটে ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিক পেরু। ২৮ মিনিটের সময় ডি-বক্সের ভেতর নেইমারকে ফাউল করায় পেনাল্টি পায় ব্রাজিল।
আর সেই পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে ১-১ গোলে সমতায় ফেরান নেইমার নিজেই। বিরতির আগে আগে আর কোন গোলের দেখা পায়নি কোন দল। স্কোরলাইন ১-১ রেখে উভয় দল বিরতিতে যায়।
বিরতির পর ৫৯ তম মিনিটে পেরুর মাঝমাঠের খেলোয়াড় তাপিয়ার শর্ট ব্রাজিলের গোল পোস্ট খোঁজে পেলে পেরু আরেকবার এগিয়ে যায় ২-১ গোলে।
৬৪ তম মিনিটে ফিরমিনিয়োর এসিস্টে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান রিচার্লিসন। খেলার ফলাফল ২-২ আর তখনই নেইমার শো শুরু হলো।
৬৯ তম মিনিটে তিতে মাঠ থেকে তুলে নেন ফিরমিনিয়ো, কৌতিনিয়ো এবং লোদিকে আর তাদের পরিবর্তে মাঠে নামেন এভারটন, এভারটন রিভেইরো ও এলেক্স তেল্লাস।
৮৩ তম মিনিটে ব্রাজল আবার পেনাল্টি পায়।
পেনাল্টি থেকে গোল করে নিজের দ্বিতীয় গোল আর দলের তৃতীয় গোল পূরণ করেন নেইমার। ফলাফল ব্রাজিল ৩-২ পেরু।
৮৬ ও ৮৯ মিনিটে পেরুর চাচেদো ও জামবারানো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ৯ জনের দলে পরিনত হয় পেরু।
নির্ধারিত সময়ের পর খেলার অতিরিক্ত সময়ে নেইমার তার তৃতীয় গোলের সাথে ব্রাজিলকে ৪-২ গোলে জয় পেতে সহযোগিতা করে। এই জয়ে ব্রাজিল আবার টেবিলের শীর্ষস্থান দখল করে নিলো।
(আই নিউজ)