দেশে ফেনসিডিল চোরাচালানের অন্যতম রুট দিনাজপুর সীমান্ত। এ এলাকা হয়ে পার্শ্ববর্তী দেশ থেকে ফেনসিডিলের চালান এসে তা ছড়িয়ে পড়ে সারাদেশে।
সোমবার (১২ অক্টোবর, ২০২০) ভোরে র্যাব-১২ এর হাতে আসা একটি গোয়েন্দা তথ্যমতে, ফেনসিডিলের একটি চালান দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে পরিবহন হচ্ছিল। সে অনুযায়ী প্রস্তুতি নিয়ে ভোর থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় অবস্থান নেয় র্যাব-১২ এর অপারেশন টিম। অস্থায়ী চেকপোস্ট বসিয়ে শুরু হয় গাড়ি তল্লাশি।
এক পর্যায়ে, একটি স্বনামধন্য কোম্পানির বাসে তল্লাশি চালানোর সময় দুজন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে শুরু হয় তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ। তারা কিছু স্বীকার করতে না চাইলেও রহস্যের সকল জট খুলে দেয় তাদের সাথে থাকা লাগেজ। তাদের লাগেজ তল্লাশি করলে একে একে বেড়িয়ে আসতে থাকে ফেনসিডিলের বোতল। গুনে গুনে পাওয়া যায় *৩০০ বোতল ফেনসিডিল*।
(র্যাব ১২ অফিসিয়াল)