টাঙ্গাইলে অবৈধভাবে ফুটপাত দখল ও গাড়ি পার্কিং এর দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
in টাঙ্গাইল
অক্টোবর ৬, ২০২০
টাঙ্গাইল সদর উপজেলার নতুন বাস টার্মিনাল এলাকায় রাস্তার উপর অবৈধভাবে গাড়ি পার্কিং এবং অবৈধভাবে ফুটপাত দখলের দায়ে ৫ জনকে মোট ৩ হাজার ৩ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল০৫ই অক্টোবর, সোমবার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) টাঙ্গাইল সদর মোঃ খায়রুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়।
এসময় ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে অবৈধভাবে ফুটপাত দখল না করার অনুরোধ জানানো হয় এবং যত্রতত্র গাড়ি পার্কিং না করার ব্যাপারে সচেতন করা হয়।
এ সময় আরও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Post Views:
১২৮
টাঙ্গাইল/ভ্রাম্যমাণ আদালত ২০২০-১০-০৬