লালসবুজের কণ্ঠ রিপোর্ট, টাঙ্গাইল:
টাঙ্গাইলের কালিহাতিতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে হাতিয়া নামক স্থানে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন-কাভার্ডভ্যান-পিকআপের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পৌনে নয়টা পর্যন্ত সোয়া এক ঘন্টা ট্রেন যোগাযোগ বন্ধ থাকে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু স্টেশনের ট্রাফিক ইন্সপেক্টর ইফতেখার রোকন।
তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে ওই স্থানে একটি ট্রাক ও কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কাভার্ডভ্যানটি রেললাইনের ওপর উঠে পড়লে সিরাজগঞ্জ এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে একজন নিহত হন। কিছুক্ষণ পর দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি রেললাইনের ওপর থেকে সরিয়ে নিলে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক আছে