সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন মহাসড়কের দুপাশে ভারত থেকে আমদানিকৃত পচা পেঁয়াজ রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। যার কারণে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। দুর্গন্ধে ওই এলাকা দিয়ে যাতায়াত করতে পারছেননা স্থানীয়রা। ফেলে রাখা এসব পচা পেঁয়াজ অপসারণের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়রা জানান, ভোমরা স্থলবন্দরের আধা-কিলোমিটার থেকে পচা পেঁয়াজ ফেলা শুরু হয়েছে। প্রায় দেড় কিলোমিটার ব্যাপী শত শত বস্তা পেঁয়াজ ফেলে রাখা হয়েছে। যতই দিন গড়াচ্ছে বৃষ্টিতে ভিজে পেঁয়াজের দুর্গন্ধ আরো বেশি ছড়াচ্ছে।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে গত তিনদিনে ৯শ ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। ৪০টি ট্রাকে এই পেঁয়াজ আমদানি করা হয়। ভোমরা স্থলবন্দরের বিপরীতে ঘোজাডাঙ্গা স্থলবন্দরে দীর্ঘদিন পেঁয়াজবাহি ট্রাক আটকে থাকায় অর্ধেক পেঁয়াজ পচে যায়।