সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সরকারি সা’দত কলেজের বাস চালক মো.রমিজ!
in বাংলাদেশ
সেপ্টেম্বর ২১, ২০২০
আশরাফুল,সরকারি সা’দত কলেজ(টাংগাইল)প্রতিনিধি: রবিবার,২০ সেপ্টেম্বর ২০২০খ্রি. সরকারি সা’দত কলেজের(টাংগাইল ব-৭০,সবুজ বাস)চালক মোঃ রমিজ মিয়া এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ জ্বনাব আলীম মাহমুদ এবং বাঁধন,সরকারি সা’দত কলেজ ইউনিট এর পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
Post Views:
৭৭৩
সরকারী/সাদত কলেজ/বাসচালক ২০২০-০৯-২১