সখীপুরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য ফোরামের উদ্যোগে ত্রাণ বিতরণ
in টাঙ্গাইল
সেপ্টেম্বর ২০, ২০২০
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বন্যাদুর্গত বিভিন্ন এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য ফোরাম।
এসময় উপজেলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে ৫ কেজি করে চাল, ডাল, কয়েল,খাবার স্যালাইন,সাবান সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস বিতরণ করা হয়।

এসময় জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য ফোরামের সভাপতি শামীম আল মামুন জানান দেশের ক্লান্তিলগ্ন আমাদের এই সংগঠন মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও পাশে থাকবে।
সাধারণ সম্পাদক কুয়েত প্রবাসী মনির হোসেন বিপ্লব জানান অসহায় মানুষের জন্য কাজ করাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
এসময় তিনি যার যার অবস্থান থেকে শ্রমজীবী ও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
বিতরণকালে সখীপুর উপজেলা যুবদলের সভাপতি তোফাজ্জল হোসেন,স্থানীয় নেতাকর্মী সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
Post Views:
২৩১
সখীপুর/ত্রাণ বিতরণ ২০২০-০৯-২০