নাগরপুরে চেচুয়াজানি ক্রীড়া সংঘের উদ্যাগে রাস্তা সংস্কার
in টাঙ্গাইল
সেপ্টেম্বর ২০, ২০২০
আশরাফুল,নাগরপুর(টাংগাইল) প্রতিনিধি :আমার গ্রাম আমার মাতৃস্থান,ভালোবাসার স্থান।
ভালো কাজের জন্য প্রতিটি মানুষের চাই সহযোগিতা। তারুন্যের শক্তি বড় শক্তি।
দশের লাঠি একের বোঝা। তাই প্রতিটি ভালো কাজের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। এর জন্য দরকার প্রচুর ইচ্ছাশক্তি।”- ছাব্বির
আজ রোজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০ খ্রিস্টাব্দ চেচুয়াজানি ক্রিড়া সংঘের উদ্যাগে চলাচলের অনুপযোগী রাস্তা ঠিক করেন।
বৃষ্টিতে মাইলজানি খালেকের বাড়ির সামনে থেকে চেচুয়াজানি ফকির চান মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা ভেংগে যাওয়ায় যান-বাহন ও মানুষের চলাচলের অনুপযোগী হয়ে যায়।
এ অবস্থা দেখে সহবতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জ্বনাব আনিসুর রহমান আনিস সাহেব এর সার্বিক সহযোগিতায় চেচুয়াজানি ক্রিড়া সংঘের সদস্যেরা ইট এনে রাস্তাটি চলাচলের উপযোগী করেন। এ সময় উপস্থিত ছিলেন:ছাব্বির,অনিক,আলামিন,রবি,সানি,আলামিন নূর,সাগর,সানু,মামুন,স্বপন,হাসিব,শুভ,আসলাম সহ আরো অনেকেই।
Post Views:
৩৪০
নাগরপুর/রাস্তা সংস্কার ২০২০-০৯-২০